Can't found in the image content. মিরপুরে বাটলারদের অনুশীলন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মিরপুরে বাটলারদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৩

মিরপুরে বাটলারদের অনুশীলন

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শনিবার সকালে ইংলিশরা নেমে পড়েছেন অনুশীলনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গা গরম করছেন বাটলারা।

ওয়ানডে দিয়েই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ১২ আর ১৪ মার্চ মিরপুর শেরেবাংলায় হবে বাকি দুটি ম্যাচ।