ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

ম্যাক্সওয়েল-মার্শকে নিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

ম্যাক্সওয়েল-মার্শকে নিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা
বোর্ডার-গাভাস্কার সিরিজের চার টেস্টের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৭ মার্চ শুরু হওয়া ওই সিরিজের জন্য ১৬ জনের ওয়ানডে দল দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

ওয়ানডে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল মার্শ। দু’জনই ইনজুরিতে ছিলেন। খেলতে পারেনি সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশে। পেসার ঝাই রিচার্ডসনের ক্ষেত্রেও তাই। বিগ ব্যাশ মিস করলেও ভারত সিরিজে আছেন তিনি। ইনজুরিতে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। তাকে রাখা হয়েছে ওয়ানডের দলে। 

তবে ইনজুরি নিয়ে দেশে ফিরে যাওয়া জস হ্যালজলড দলে জায়গা পাননি। ঘরোয়া ম্যাচ খেলতে দেশে ফিরে যাওয়া বাঁ-হাতি অফ স্পিনার অ্যাস্টন আগারও ওয়ানডে দলে আছেন। 

দল ঘোষণার বিষয়ে অজি বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘বিশ্বকাপের বাকি আছে সাত মাস, ভারত সিরিজ তাই গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েল, রিচার্ডসন, মার্শরা বিশ্বকাপ পরিকল্পনায় অংশ। হ্যাজলউডও থাকলে ভালো হতো। তবে গ্রীষ্মে ইংল্যান্ড সফরের কথা ভেবে তাকে বাইরে রাখা হয়েছে।’ 

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), জস ইংগলিস, মার্কোস স্টইনিস, মিশেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ক্যামেরুন গ্রিন, অ্যাস্টন আগার, শেন অ্যাবট।