চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে এখানে যে রেকর্ডটির কথা বলা হচ্ছে, সেটিতে নেই পর্তুগিজ মহাতারকারও। মাত্র দুজন পেরেছেন এই মাইলফলক স্পর্শ করতে।
লিওনেল মেসি এবং করিম বেনজেমা- দুজনকে একই মোহনায় মিলিয়েছে এই রেকর্ডটি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে তাদেরই দুর্গ অ্যানফিল্ডে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে যে জয়ে বড় ভূমিকা রেখেছেন বেনজেমা।
আর এই দুই গোলের প্রথমটি ছিলো এবারের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে বেনজেমার প্রথম গোল। এ নিয়ে টানা ১৮ মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ফরাসি এই তারকা।
এই রেকর্ডটি এই মৌসুমেই গড়েছিলেন লিওনেল মেসি। এখন আর্জেন্টাইন কিংবদন্তির পাশে উচ্চারিত হবে বেনজেমার নামও।
কদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল এবং লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডে নিজের নাম লেখানো বেনজেমা আরো একটি দুর্দান্ত রেকর্ডের যৌথ মালিক হলেন।