Can't found in the image content. হোম এডভান্টেজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে যা বললেন হাথুরুসিংহে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

হোম এডভান্টেজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে যা বললেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩

হোম এডভান্টেজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে যা বললেন হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহে প্রথম দফায় বাংলাদেশে এসে ঘরের মাঠের সুবিধা নেওয়ার সাথে পরিচয় করান। ২০১৬ ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আরেক দফা কোচ হয়ে টাইগার ডেরায় এসে একই পথে হাঁটবেন হাথুরুসিংহে? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই ছুঁড়ে দিলেন পাল্টা প্রশ্ন। 

দ্বিতীয় দফা বাংলাদেশে এসে আজ (২২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসলেন হাথুরুসিংহে। ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রশ্ন পুরোপুরি শেষ করার আগেই কিছুটা রেগে উত্তর দিলেন এই শ্রীলঙ্কান। 

তিনি বলেন, 'হোম এডভান্টেজ জিনিসটা কি? আমরা যখন নিউজিল্যান্ডে যাই, তখন কি ধরণের উইকেট পাই? অস্ট্রেলিয়া-ইংল্যান্ড জেতার জন্য কী করে? ভারত কি করছে?' 

বিশ্বজুড়ে চলমান এই প্রথাকে এক পর্যায়ে সঠিক বলে উত্তর দেন প্রশ্ন  করা সাংবাদিকও। আর তাতেই হাথুরুর নতুন প্রশ্ন। 

টাইগার প্রধান কোচের জিজ্ঞাসা, 'যদি ঠিকঠাক হয় তবে আপনার প্রশ্নটা কি?'

এবার সাংবাদিকের প্রশ্ন বিদেশের মাটিতে ভালো খেলার ক্ষেত্রেতো তো এসব প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? এবারও প্রশ্ন শেষের আগে হাথুরু জবাব দিতে শুরু করেন। উদাহরণ হিসেবে টানলেন মিসাইল ও গেরিলা যুদ্ধকে। 

তার ভাষায়, 'হ্যাঁ বিদেশের মাটিতে খেলার জন্য আমাদের কিছু জায়গায় ম্যানেজ করে নিতে হবে। আমাদের যা আছে তা নিয়ে। আপনার কাছে মিসাইল না থাকলে তো গেরিলা যুদ্ধই করতে হবে। আমরা যেটা করতে পারি ছেলেদের উন্নতি ঘটাতে। পর্যায়ক্রমে আমরা এটা করবো। দক্ষিণ আফ্রিকায় তারা ভালো করেছে, নিউজিল্যান্ডে তারা ভালো করেছে।'

'এখানে আমরা যেটা আলাপ করছিলাম, কিছু ভালো মানের পেসার উঠে আসছে প্রক্রিয়ার মাধ্যমে। আমার মনে আছে আমার প্রথম নিউজিল্যান্ড সফরে এবাদত ডেভেলপমেন্টের প্লেয়ার ছিল। শান্তর কথা বলতে পারি, এখন তারা ভালো করছে। এটা সময় নেয়।'

তবে ঘরের মাঠে সুবিধা নেওয়া প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নের সাথে তিনি একমত নন কোনোভাবেই। জোর দিয়েই এমনটা জানিয়ে বিষয়টির ইতি টানলেন। 

হাথুরুসিংহে বলেন, 'আমি কোনোভাবেই আপনার সাথে একমত না, শুরুতে যা বললেন তা নিয়ে। কারণ সব দেশই তা করে। আপনাকে হোম এডভান্টেজ নিতেই হবে।'