বয়স ৪০ হয়ে গেলেও বর্ণাঢ্য ক্যারিয়ার নতুন উচ্চতা ছুঁয়েছে জেমস অ্যান্ডারসনের। এখনও যে তার রাজত্ব শেষ হয়ে যায়নি তার প্রমাণ আইসিসির টেস্ট র্যাঙ্কিং। প্যাট কামিন্সকে সরিয়ে টেস্ট বোলারদের সিংহাসন নিজের দখলে নিয়েছেন ইংলিশ পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৭ রানে জেতা টেস্টে ৭ উইকেট নিয়েই এক ধাপ উন্নতি হয়েছে তার। তাতে দখলে নিয়েছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান।
অথচ টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে বিগত চারটি বছর শীর্ষ আসনটা কামিন্সের দখলে ছিল। অ্যান্ডারসন শীর্ষে উঠায় এখন তার অবনতি হয়েছে দুই ধাপ। অজি পেসারের অবস্থান তৃতীয়।
টেস্ট র্যাঙ্কিংয়ে এ নিয়ে ৬ বার শীর্ষস্থান দখলে নিতে পেরেছেন অ্যান্ডারসন। ডানহাতি পেসার সর্বপ্রথম শীর্ষে উঠেন ২০১৬ সালের মে মাসে। সর্বশেষটি ছিল ২০১৮ সালে। তাও আবার ৫ মাসের জন্যে।
শীর্ষে উঠা অবস্থায় অ্যান্ডারসনের বয়স ৪০ বছর ২০৭ দিন। তাতে ১৯৩৬ সালের পর সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে শীর্ষে উঠার নজির গড়েছেন তিনি। সর্বশেষবার বেশি বয়সী বোলার হিসেবে র্যাঙ্কিংয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট ক্ল্যারি গ্রিমেট।
অবশ্য বেশি দিন এই স্থান ধরে রাখতে পারবেন। সেটাও বোধহয় সম্ভব হবে না। কারণ এক ধাপ এগিয়ে কম রেটিংয়ের ব্যবধান রেখে তার নিকটে দুইয়ে অবস্থান করছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অ্যান্ডারসনের রেটিং ৮৬৬, অশ্বিনের ৮৬৪। তিনে থাকা কামিন্সের ৮৫৮। ভারত সফরে দুর্দান্ত কিছু করে দেখাতে পারলে ফের শীর্ষে উঠার সুযোগ আছে অজি পেসারের।