সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টেই দুই আড়াই দিনে হেরেছে অজিরা। এর মধ্যে একের পর দুসংবাদ পাচ্ছে দলটি। এবার জানা গেল, ভারত সফরে টেস্ট সিরিজে আর মাঠে নামা হবে না ওপেনার ডেভিড ওয়ার্নারের।
দিল্লি টেস্টে মাথা ও বাঁ হাতের কনুইয়ে আঘাত পেয়েছিলেন ওয়ার্নার। মোহাম্মদ সিরাজের বাউন্সার হেলমেটে লাগায় পরে কনকাশন বদলি নিতে হয় তাঁকে। সোমবার রাতে আরো কিছু পরীক্ষার পর জানা যায়, ওয়ার্নারের কনুইয়ে চিড় ধরেছে। তাই সপরিবারে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আপাতত সিডনিতে গিয়ে পুনর্বাসন চালাবেন ওয়ার্নার। সেরে উঠে ফের ভারতে আসবেন, যোগ দেবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে।
ওয়ার্নার বাদ পড়ে গেলেও তার জায়গায় আর কাউকে স্কোয়াডে যুক্ত করছে না অস্ট্রেলিয়া। তাঁর জায়গায় ওপেনার হিসেবে ট্রেভিস হেডকে দেখা যাবে তৃতীয় টেস্টে। আগের দিন চোটে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের জায়গায়ও দেশ থেকে কেউ আর নতুন করে এসে যোগ দিচ্ছেন না। এদিকে পরিবারের ঘনিষ্ঠ স্বজন অসুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। ১ মার্চের আগে ভারতের পৌঁছার কথা রয়েছে তাঁর।