ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

রাতে রিয়াল-লিভারপুল মহারণ

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩

রাতে রিয়াল-লিভারপুল মহারণ
লিভারপুলের কাছে রিয়াল মাদ্রিদ যেন এক দুঃস্বপ্নের নাম! ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের কাছে হেরেছিল তারা। ইয়ুর্গেন ক্লপের দলকে গতবারের ফাইনালেও রিয়াল হারায় ১-০ গোলে। এর মাঝে ২০২১ সালের কোয়ার্টার ফাইনালে অলরেডদের বিদায় করেছিল রিয়াল। ১৪ বারের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ অ্যানফিল্ডে শেষ ষোলোর প্রথম লেগে তাই প্রতিশোধ নিতেই খেলবে লিভারপুল।

বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। লিভারপুল গত মৌসুমে আশা জাগিয়েছিল ইংল্যান্ডের প্রথম দল হিসেবে এক মৌসুমে চার শিরোপা জয়ের। রিয়ালের কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে ভেসে যায় সেই স্বপ্ন। এই শোকেই কিনা নতুন মৌসুমে বিবর্ণ ছিল ইয়ুর্গেন ক্লপের দল! এভারটন ও নিউক্যাসলকে টানা দুই ম্যাচ হারিয়ে লিগে উঠে এসেছে আট নম্বরে। শিরোপা জয়ের সুযোগ আছে কেবল চ্যাম্পিয়নস লিগে। এ জন্য সবার আগে হারাতে হবে রিয়ালকে, যে দলকে সর্বশেষ তারা হারিয়েছিল ২০০৯ সালের শেষ ষোলোতে।

এদিকে লা লিগায় বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। আজ অ্যানফিল্ডে তারা পাচ্ছে না দুই মিডফিল্ডার টনি ক্রুস ও অরেলিও চুয়ামেনিকে। তবে স্বস্তির হচ্ছে পুরো সুস্থ করিম বেনজিমাকে ফিরে পাওয়া। একই মঞ্চে আজ ইউরোপাজয়ী ফ্রাংকফুর্টের মুখোমুখি সিরি ‘এ’র শীর্ষে থাকা নাপোলি। ফ্রাংকফুর্ট এবারই প্রথম পৌঁছেছে শেষ ষোলোতে। ম্যারাডোনা জাদুতে ১৯৮৮-৮৯ মৌসুমের উয়েফা কাপ জিতেছিল নাপোলি। নাম বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর কখনো শেষ ষোলোর বাধা পার হতে পারেনি ইতালির দলটি। এবার তাদের ভাগ্যবদলের অভিযান।