ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

‘ম্যানচেস্টার সিটির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়’

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩

‘ম্যানচেস্টার সিটির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়’
বারবার হাতছানি দিয়েও মিলিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তারকারাজিতে ভরা দল, বিশ্বের সেরা কোচদের একজনকে নিয়েও এখনও পর্যন্ত এই সাফল্যের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। তবে হাল ছাড়ছে না তারা। দলের গোলরক্ষক এদেরসন বললেন, অধরা সেই ট্রফিকে এবার স্পর্শ করতে তারা বদ্ধ পরিকর।

ইংলিশ প্রিমিয়ার লিগের গত এক যুগের সফলতম ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু ইউরোপ সেরা হতে পারেনি তারা ক্লাবের ইতিহাসে একবারও। গত আসরে সেমি-ফাইনালে তারা শেষের নাটকীয়তায় অবিশ্বাস্যভাবে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। আগের মৌসুমে ফাইনালে ফেভারিট হয়েও হেরে যায় চেলসির কাছে।

এবার ট্রফির অভিযানে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার তারা মুখোমুখি হবে জার্মান ক্লাব লাইপজিগের। তবে শুধু এই ম্যাচে নয়, উয়েফার ওয়েবসাইটে সাক্ষাৎকারে এডারসন বললেন, তাদের দৃষ্টি ট্রফিতে।

“এটিই আমাদের মূল লক্ষ্য, এই ক্লাবের মূল লক্ষ্য। আমরা এই ট্রফি জয়ের চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। এ বছরও ফাইনালে খেলতে এবং ট্রফির জন্য চ্যালেঞ্জ করতে যথেষ্টরও বেশি সামর্থ্য আমাদের আছে। আমাদের দলটা দারুণ মানসম্পন্ন এবং গত ৫-৬ বছরে প্রিমিয়ার লিগ, লিগ কাপ, এফএ কাপ, কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ে তা ফুটে উঠেছে।”

“এখন এই শিরোপা (চ্যাম্পিয়ন্স লিগ) প্রয়োজন ক্লাবের। ফুটবলারদেরও চাওয়া এটি, ম্যানেজার (পেপ) গুয়ার্দিওলার চাওয়াও এটিই। আমরা আবার তা চেষ্টা করব, এই ট্রফিকে তাড়া করব।”

লাইপজিগের বিপক্ষে ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়েই নামবে ম্যানচেস্টার সিটি। তবে ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের মতে, প্রতিপক্ষকে হালকা ভাবে দেখার সুযোগ নেই।

“ভালো কিছু ফুটবলার নিয়ে তারা দারুণ একটি দল। আমরা তাই প্রস্তুত। আশা করি আমরা ভালো খেলব। তবে ম্যাচটি সহজ হবে না। চ্যাম্পিয়ন্স লিগে সহজ ম্যাচ বলে কিছু নেই।”