চোটের কারণে টেনিস ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। র্যাকেট তুলে রাখলেও টেনিসের মায়া ছাড়তে পারেননি মাসফিয়া আফরিন। ভালোবাসার এই খেলায় থাকার জন্য যুক্ত হন রেফারিং কোর্সে। সেখানে নিজের প্রতিভা দেখিয়েছেন। যার কারণে সোমবার শুরু হওয়া জুনিয়র বিশ্ব টেনিস সিরিজে নারী রেফারি হিসেবে কাজ করছেন। তাতেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে মাসফিয়ার নাম।
টেনিসে বাংলাদেশের প্রথম নারী রেফারি এখন তিনিই। রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের পরিচালক জার্মানির থমাস সুলজের সঙ্গে সমন্বয় করছেন মাসফিয়া। খেলোয়াড়দের ড্র ও ম্যাচের সূচিসহ অনেক কিছুই সামলাচ্ছেন তিনি।
ভিকারুননিসা নূন কলেজের এ শিক্ষার্থী ইতোমধ্যে রেফারিংয়ের লেভেল ওয়ান কোর্সও সম্পন্ন করেছেন। গত জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে সহকারী রেফারির দায়িত্ব পালন করেছিলেন মাসফিয়া।