ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

টাইগার কোচ হাথুরুসিংহে এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩

টাইগার কোচ হাথুরুসিংহে এখন ঢাকায়
দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর সেই দায়িত্ব নিয়েই আজ সোমবার রাতে ঢাকায় পা রেখেছেন হাথুরুসিংহে। রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন টাইগারদের নতুন এই বস। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব আল হাসানদের দায়িত্বে ছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছেন হাথুরু। জানা গেছে মঙ্গলবার বিসিবির সঙ্গে একটি মিটিংয়ে বসবেন হাথুরু।  

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন তিনি। একইসঙ্গে তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান কোচ।

বুধবার থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথাও রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সাবেক লঙ্কান এই ওস্তাদ।