Can't found in the image content. আজ ঢাকায় আসছেন হাথুরুসিংহে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আজ ঢাকায় আসছেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

আজ ঢাকায় আসছেন হাথুরুসিংহে
আজ রাতে ঢাকায় আসছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২২ ফেব্রুয়ারি জাতীয় দলের কোচিং প্যানেলে কাজ শুরু করার কথা রয়েছে তার। দ্বিতীয় মেয়াদে মাস প্রতি ২৫ হাজার ডলার বেতন পাওয়া হাথুরুই হচ্ছেন সব থেকে দামি কোচ। এই মেয়াদে বেতনের ৩০ শতাংশ কর মওকুফের পাশাপাশি তাকে বাড়তি সু্যোগ সবিধাও দিচ্ছে বিসিবি।

জাতীয় দলে এ যাবত হেড কোচের ভুমিকায় থাকা ১৭ জনের মধ্যে সবচেয়ে সফল ধরা হয় হাথুরুসিংহেকে। পুরোনো হাথুরুর নতুন অধ্যায় শুরু হচ্ছে টাইগার ডেরায় লঙ্কান কোচের প্রত্যাবর্তনে ভালো কিছুর অপেক্ষা।

সোমবার বাংলাদেশে এসে একদিন বিরতি নিয়ে, পরদিন বুধবার থেকে জাতীয় দলের ক্যাম্পে দেখা যাবে হাথুরুকে। যদিও ইংল্যান্ড সিরিজের জন্য এরইমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন কোচ। ভিডিও কলে আলাদাভাবে আলাপ সেরেছেন মিরাজ-তাসকিনদের সাথেও।

দ্বিতীয় দফায় হাথুরু শুধু দামি কোচ নয়, পাবেন বাড়তি সুযোগ-সুবিধা। বেতন হিসেবে আগের থেকে টাকার অঙ্কটা কম হলেও কর প্রদানে ছাড় সহ আইসিসি ইভেন্টে পারফরম্যান্স বোনাস হিসেবে পাবেন মোটা অঙ্কের অর্থ।

হাথুরুসিংহের অধীনেই ঘরের মাঠে প্রায় অপরাজেয় হয়ে ওঠে বাংলাদেশ, পরাশক্তিরাও সমীহ করতে শুরু করে। দ্বিতীয় দফায় হোম সিরিজ দিয়েই শুরু হাথুরুর চ্যালেঞ্জ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে ওয়ানডে-টি টোয়েন্টির লড়াই।

হাথুরুকে ফেরানোয় ভিন্নমত রয়েছে ক্রিকেট বিশ্লেষকদের। এতদিনে বদলে যাওয়া জাতীয় দলকে গোছানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে টাইগার হেড কোচকে।