ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

EN

বেফাঁস মন্তব্য করে এবার ক্ষমা চাইলেন মেসির ভাই

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৩

বেফাঁস মন্তব্য করে এবার ক্ষমা চাইলেন মেসির ভাই
লিওনেল মেসির পুরাতন ক্লাব বার্সেলোনাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন মেসির ভাই ম্যাতিয়াস মেসি। ম্যাতিয়াস তার বক্তব্যে মেসির অভিষেকের পূর্বে বার্সালোনাকে কেউ চিনত না বলেও মন্তব্য করেছিলেন।  

মেসির ভাই বলেছিলেন, ‘মেসির জন্যই বার্সেলোনাকে সবাই এতটা চিনেছে। তার আগে তাদের কেউ চিনত না। বার্সেলোনায় গিয়ে কেউ জাদুঘর দেখে থাকলে দেখবেন সেটার পুরোটা মেসির।’

বার্সার সমর্থকদের বিশ্বাসঘাতক উল্লেখ করে ম্যাতিয়াস মেসি বলেছিলেন, ‘কেউ তাকে বার্সা ছাড়ার সময় সাহায্য করেনি। ওদের উচিত ছিল লাপোর্তাকে বিদায় করে মেসিকে রেখে দেয়া। কাতালানরা বিশ্বাসঘাতক।’

বিশ্বকাপজয়ী ফুটবলার মেসির সাবেক ক্লাব নিয়ে এমন বেফাঁস মন্তব্য করে এবার ক্ষমা চেয়েছেন ম্যাতিয়াস। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ক্ষমা চান তিনি। 

তিনি লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি শুধু আমার ছেলে এবং বন্ধুদের সঙ্গে মজা করেছিলাম। বার্সেলোনার মতো দুর্দান্ত একটি ক্লাব সম্পর্কে আমি কীভাবে এটি ভাবতে পারি, যেটি আমার পরিবার এবং মেসিকে অনেক কিছু দিয়েছে। সবাইকে দুঃখিত বলতে চাই, বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের কাছে।’ 

সূত্র: গোল ডটকম