Can't found in the image content. ইংল্যান্ড বড় দল, তবে ঘরের মাঠে আমরাও শক্তিশালী: তাসকিন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইংল্যান্ড বড় দল, তবে ঘরের মাঠে আমরাও শক্তিশালী: তাসকিন

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৩

ইংল্যান্ড বড় দল, তবে ঘরের মাঠে আমরাও শক্তিশালী: তাসকিন
ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। এই খবর ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটারদেরও জানা। বাংলাদেশে এসে আগেও হারের স্বাদ পেয়েছে তারা। টি-২০ বিশ্বকাপের পরে শক্তিশালী ভারত মিরপুরে ওয়ানডে সিরিজ হেরেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১ মার্চ ওয়ানডে সিরিজ শুরু করা ইংলিশদের জন্য যা একটি বার্তা। 

ওই বার্তা নতুন করে দিলেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ইংল্যান্ড অনেক বড় দল। তিন ফরম্যাটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। তবে ঘরের মাঠে বাংলাদেশও যে শক্তিশালী তা বলতে ভুল হয়নি তাসকিনের। 

বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলা সহজ নয়। আমাদের তুলনায় ওরা অনেক বড় দল। তিন ফরম্যাটেই অনেক এগিয়ে তারা। তবে আমরাও বিশ্বাস করি যে, ঘরের মাঠে আমরাও বেশ শক্তিশালী দল। আশা করছি তাদের লড়াই উপহার দিতে পারবো।’ 

তাসকিন জানান, যুক্তি দিয়ে সব কিছু বিচার করা যায় না। ইংল্যান্ড শক্তি, র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে। একইভাবে বাংলাদেশ যেহেতু ঘরের মাঠে খেলবে বিশেষ করে মিরপুরের যেহেতু দুটি ওয়ানডে আছে; জয়ের আশা বাংলাদেশ করতেই পারে। 

বিপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন তাসকিন। ঢাকার হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি ডানহাতি এই দীর্ঘদেহি পেসার। এরই মধ্যে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ঢাকার ছেলে তাসকিন জানান, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন। সিরিজ শুরুর বেশ আগে থেকেই পূর্ণ হৃদমে বোলিংয়ে ফিরতে পারবেন।