শীর্ষে থেকে প্লে অফে যাওয়ার জন্য চেষ্টার কমতি রাখছে না সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল বুধবার তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করলে ফাইনালে ওঠার সুযোগ বেশি থাকবে। সেজন্যই আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলার একাডেমি মাঠে কঠোর অনুশীলন করতে দেখা গেল সিলেটের ক্রিকেটারদের।
শুরুতে দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন। এরপর শুরু হয় বোলিং আর ব্যাটিং অনুশীলন। স্বীকৃত বোলারদের পাশাপাশি নাজমুল হোসেন শান্তকেও বোলিং করতে দেখা যায়। চলতি আসরের দুটি ম্যাচে তিনি বোলিং করেছেন। অফ স্পিনে একটি উইকেটও পুরেছেন ঝুলিতে। খুলনা ম্যাচ সামনে রেখে হয়তো তাকে নিয়ে কোনো পরিকল্পনা আছে সিলেটের।
চলতি আসরে এখন পর্যন্ত ১১ ইনিংসে ৪১.২২ গড়ে ৩৭১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে আছেন শান্ত। তার চেয়ে দুই রান বেশি করে শীর্ষে তৌহিদ হৃদয় আর ৩৪৭ রান নিয়ে তিন নম্বরে সাকিব আল হাসান। সর্বশেষ দুই ম্যাচে শান্ত রান পাননি। প্লে অফ শুরুর আগে শান্তকে নিশ্চয়ই জ্বলে উঠতে দেখতে চাইবে সিলেট স্ট্রাইকার্স। সেইসঙ্গে বল হাতে দায়িত্ব পালনের জন্যও প্রস্তুত হচ্ছেন শান্ত।