ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে যে ৪ দল

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৪, ২০২৩

বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে যে ৪ দল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লে-অফে খেলতে যাওয়া সেরা চার দল ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছে। দলগুলো হলো সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করা প্রতিটি দলই অন্তত ১২ পয়েন্ট করে অর্জন করেছে। 

এছাড়া বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স (১১ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (১০ ম্যাচে ৪) আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৯ ম্যাচে ৪) আর ১২ পয়েন্ট হওয়ার কোনই সম্ভাবনা নেই।

শিরোপার লড়াইয়ে টিকে থাকা মাশরাফি বিন মর্তুজার সিলেট এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসানের বরিশাল। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা। এছাড়া রুল হাসান সোহানের রংপুর রাইডার্সও ইতোমধ্যে খেলেছে কুমিল্লার সমান ম্যাচ। জয়ও পেয়েছে ৬টি। পয়েন্ট সংখ্যা ১২। 

এখন দেখার বিষয়, প্রথম ও দ্বিতীয় হয় কোন দুই দল। কেননা সেরা দুইয়ে থাকা দুই দল ফাইনালে ওঠার জন্য দুটি করে সুযোগ পাবে। তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।