Can't found in the image content. ওয়ানডে বিশ্বকাপে ট্রেন্ট বোল্টকে চান নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ওয়ানডে বিশ্বকাপে ট্রেন্ট বোল্টকে চান নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২, ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে ট্রেন্ট বোল্টকে চান নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ট্রেন্ট বোল্ডকে দেখতে চান কিউই প্রধান নির্বাচক গ্যাভিন লারসন। বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগগুলো খেলার জন্য গত বছর বোল্ট নিউজিল্যান্ড ক্রিকেট থেকে চুক্তি প্রত্যাহার করে নেন।

যদিও ৩৩ বছর বয়সি এই বাহাতি পেসার বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছুই জানাননি তিনি। তাই তাকে পাওয়া না পাওয়া নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলে তৈরি হয়েছে সংশয়।

এ বিষয়ে কিউই প্রধান নির্বাচক বলেন, “আমি আশাবাদী ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বোল্ট খেলবে এবং ওর গতি দিয়ে সবাইকে মুগ্ধ করবে। ওর দরজা সবসময় খোলা। হেড কোচ গ্যারি স্টেডের সাথে ওর প্রায়ই কথা হয়”

বাঁহাতি এই পেসারের বিশেষত্ব তিনি গতির সাথে সাথে বল দুইদিকেই সুইং করাতে পারেন। সম্প্রতি শেষ হওয়া ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে হারে ট্রেন্ট বোল্টের দল। যেখানে কিউইরা হাড়ে হাড়ে টের পেয়েছে বোল্টের অভাব। এই সিরিজে নিউজিল্যান্ডের আরও একজন অন্যতম অভিজ্ঞ পেসার টিম সাউদিও ছিলেন না।