রাখবে নাকি বেচবে- এ নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পিএসজি। তবে বিক্রির জন্য যে খুব উতলা হয়ে গেছে লিগ ওয়ানের ক্লাবটি, সেটা পুরোপুরি সত্য নয়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাসহ আরও কয়েকটি গণমাধ্যম এমনটাই জানিয়েছে। বলা যায়, নেইমারকে নিয়ে এখন দোটানায় ফরাসি ক্লাবটি।
নেইমারের পাশাপাশি সার্জিও রামোসের কথাও শোনা যাচ্ছে। রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে আসার পর চোটের কবলে পড়েন তিনি। এর পর লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। সেখান থেকে মাঠে ফিরলেও আগের রামোসকে আর পায়নি পিএসজি। যে কারণে তাকেও বিক্রি করে দিতে পারেন ক্লাবের মালিক নাসের আল খেলাইফি। শোনা যাচ্ছে, রামোসের পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি আরব। ক'দিন আগে রিয়াদ অলস্টার একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে দেখা হয় পুরোনো বন্ধু ও সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। সেখানে অনেকটা সময় কথা বলতে দেখা যায় তাদের।
এদিকে নেইমারকে নিয়ে পিএসজি খুব একটা সুখী নয়। নেইমারকে যে কারণে বার্সা থেকে মোটা অঙ্কের বিনিময়ে কিনেছিল, সেটা পূরণ হয়নি তাদের। তাকে কেনার আগেও পিএসজি লিগ ওয়ান জিতত, অন্য সব ঘরোয়া ট্রফিও। শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। নেইমার ও এমবাপ্পে আসার পর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে উন্নতি করে কিন্তু ট্রফির দেখা এখনও পায়নি। যে কারণে ক্লাবটির সমর্থকরাও নেইমারের ওপর নাখোশ। শুধু তাই নয়, পিএসজির কর্তারাও নাকি বলছেন নেইমার সেভাবে পারফর্ম করছেন না। দেশের হয়ে তিনি যেমন সর্বোচ্চ দিয়ে লড়াই করেন, পিএসজির হয়ে তেমন দেখা যায় না।
নেইমারকে যদি শেষ পর্যন্ত বিক্রি করে দেয় পিএসজি, তাহলে লিওনেল মেসি প্যারিসে থাকবেন কিনা এ নিয়েও শঙ্কা আছে। দু'জনের মধ্যে বোঝাপড়াটা দারুণ। মাঠে ও মাঠের বাইরে তারা একে অন্যের কাছের বন্ধু। মূলত বার্সা থেকে পিএসজিতে মেসি নেইমারের টানেই এসেছিলেন। তেমনটা হলে নেইমারের পর মেসিকেও হয়তো নতুন গন্তব্য খুঁজে নিতে হবে।