Can't found in the image content. ক্লপের হাজারতম ম্যাচে লিভারপুলের ড্র | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ক্লপের হাজারতম ম্যাচে লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ২২, ২০২৩

ক্লপের হাজারতম ম্যাচে লিভারপুলের ড্র
চেলসির বিপক্ষে গতকাল (২১ জানুয়ারি) শনিবার মাঠে নেমেছিল লিভারপুল। ডাগ আউটে ক্লপের হাজারতম ম্যাচ জয়ে রাঙ্গাতে পারেনি লিভারপুল।

চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছে লিভারপুল।  লিভারপুল এই নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল লিগে। তবে আগের দুই ম্যাচে তারা হেরেছিল ব্রেন্টফোর্ড ও ব্রাইটনের কাছে। এবার চেলসির সঙ্গে ১ পয়েন্ট নিতে পেরেও তাই স্বস্তিটা লুকালেন না কোচ ক্লপ।

খুব একটা প্রাণ ছিল না অবশ্য চেলসির খেলায়ও। দু-একবার তারা ভীতি ছড়ালেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের পর স্বস্তির এক পয়েন্ট নিয়ে ক্লপ বলেন, ‘ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের এবং এটি তেমনই একটি ছোট পদক্ষেপ। চেলসির বিপক্ষে জাল অক্ষত রাখতে পেরেছি আমরা। খুব বেশি সুযোগ অবশ্য আমরা তৈরি করতে পারিনি, তবে ওরাও খুব বেশি সুযোগ পায়নি। ’ 

‘দ্বিতীয়ার্ধে দারুণভাবে রক্ষণ সামলাতে পেরেছি আমরা এবং অনেক গোছানো ছিলাম। যদিও কিছু কিছু সময় একটু বেশিই নিচে নেমে গিয়েছিলাম। তবে দিনশেষে ০-০ ফলাফল মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কারণ ছোট পদক্ষেপেই এগিয়ে যেতে হবে। এখান থেকেই আমরা এগিয়ে যেতে পারি। ’ 

তবে ১০০০তম ম্যাচে না হারায় কিছুটা হাঁপ ছেড়েই যেন বেঁচেছেন ক্লপ। এ সময় ওয়েঙ্গারকে মনে করিয়ে দিয়ে মজা করে এই জার্মান কোচ বলেছেন, ‘সেই ম্যাচে (১০০০তম) ওয়েঙ্গার ৬-০ গোলে হেরেছিল। তাই আমি খুশি যে ফলটা ০-০ হয়েছে। ’

এই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ২৯। তবে ১৯ ম্যাচ খেলে লিভারপুল আছে পয়েন্ট তালিকার আটে। এক ম্যাচ বেশি খেলে চেলসির অবস্থা দশ নম্বরে।