প্রিমিয়ার লিগে চলতি সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ ডার্বি রয়েছে। আজ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পর দিন রোববার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের প্রতিপক্ষ লন্ডনের আরেক ক্লাব টটেনহাম। এ দুইয়ে পরিস্কার হয়ে যেতে পারে, শিরোপা এবার কার ঘরে যাচ্ছে।
এ রাউন্ডে ম্যানসিটি হেরে গেলে এবং আর্সেনাল জিতে গেলে শিরোপার হিসাব অনেকটা পরিস্কার হয়ে যাবে। তখন লিগের মাঝপথে ৮ পয়েন্টে এগিয়ে যেতে পারে মিকেল আর্তেতার তারুণ্যের আর্সেনাল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওল্ড ট্র্যাফোর্ড পেপ গার্দিওলার দলের পয়া ভেন্যুতে পরিণত হয়েছে। ২০১১ সাল থেকে এ মাঠে তারা স্বাগতিক ম্যানইউর কাছে মাত্র দুটি ম্যাচ হেরেছে।
এর মধ্যে আবার গত অক্টোবরে নিজেদের মাঠ ইত্তেহাদে ম্যানইউকে ৬-৩ গোলে বিধ্বস্ত করেছিল সিটি। তবে ওই হারটিই সদ্য ম্যানইউর দায়িত্ব নেওয়া এরিক টেন হাগের জন্য ঘুরে দাঁড়ানোর রসদ ছিল। ওই ম্যাচের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচ হেরেছে ম্যানইউ। আর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিটি থেকে তারা মাত্র চার পয়েন্ট পিছিয়ে। ম্যানইউর এই প্রত্যাবর্তনের নায়ক হলেন মার্কাস রাশফোর্ড। কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর ম্যানইউর হয়ে সাত গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড।