ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ |

EN

জিদানকে অসম্মান করায় বরখাস্ত হলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ১২, ২০২৩

জিদানকে অসম্মান করায় বরখাস্ত হলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি
ফ্রান্সের কিংবদন্তি সাবেক ফুটবলার জিনেদিন জিদানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেতকে বরখাস্ত করেছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। ফরাসি সংবাদমাধ্যম লে'কিপের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, জিদান বিতর্কের জেরে বুধবার নোয়েলকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নোয়েলের পরিবর্তে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফিলিপ্পে দিয়ালোকে।  

নোয়েল লে গ্রেতের গদি যে নড়বড়ে হয়ে গিয়েছে তা প্রমাণ পাওয়া গেছে কয়েকদিন আগেই। গেল মঙ্গলবার নোয়েলকে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন জাতীয় এথিকস কমিটির প্রধান পাত্রিক অঁতোঁ। এরপর বুধবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। কমিটির ১৩ সদস্যের সঙ্গে আলোচনার পর নোয়েল নিজেই অব্যহতি নেন।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতিকে নিয়ে বিতর্কের শুরু ফ্রান্সের কোচ নির্বাচন প্রসঙ্গে। কাতার বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার পর দিদিয়ের দেশমের পরিবর্তে জিনেদিন জিদানই ছিলেন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অন্যতম প্রধান দাবিদার। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডারের প্রতি দেশটির ফুটবল মহলের অনেকে সমর্থন জানালেও, তাদের কথায় কর্ণপাত করেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন। বরং দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা।

শুধু তাই নয়, জিদানের কোচ হওয়ার গুঞ্জনের বেশ কড়া জবাব দিয়েছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেত। বিশ্বকাপের পর ব্রাজিলসহ একাধিক দেশের জাতীয় দলের কোচ হওয়ার প্রশ্নে জিদানের নাম জড়িয়েছে। এ ব্যাপারে নোয়েল বলেছিলেন, "জিদান ব্রাজিলে যাবে? আমার কিছু যায় আসে না। দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। জিদান কি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না। আর এমনিতেও আমি তার ফোন ধরতাম না।"

ফ্রান্সের কিংবদন্তি ফুটবল তারকার প্রতি নোয়েলের এমন বাঁকা মন্তব্য শুনেই চটেছেন ফুটবলপ্রেমীরা। ফ্রান্সের তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ পর্যন্ত জিদানকে 'অসম্মান' করার প্রতিবাদ জানিয়েছে।

এরপর অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান নোয়েল লে গ্রেত। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফ্রান্সের কিংবদন্তি খেলোয়াড়কে অসম্মান করায় নিজের পদ খোয়াতে হয়েছে নোয়েলকে।

তবে বলে রাখা ভালো, নোয়েলকে বরখাস্ত করা হলেও, দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি ঠিকই রাখছে এফএফএফ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফরাসিদের কোচ থাকছেন দেশম।