দক্ষিণ আফ্রিকান ‘এসএ-২০’ লিগের প্রথম আসর শুরু হয়ে গেছে দুই দিন আগেই। আইসিসি টিভি খেলাও দেখাচ্ছে। কাল থেকে মাঠে গড়াচ্ছে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-২০ লিগ। এ দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ায় বিদেশি ক্রিকেটারে টান পড়েছে বিপিএলে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স থেকে আমিরাত লিগে খেতে গেছেন পাঁচ ক্রিকেটার। বিকল্প বিদেশিদের শূন্যস্থান পূরণ করতে দলগুলো বিকল্প ক্রিকেটারও উড়িয়ে আনছে। এভাবেই বিপিএলের চলতি মৌসুমে যাওয়া-আসা চলবে বিদেশি ক্রিকেটারদের। আসতে না আসতেই তাদের চলে যাওয়া ধাঁধায় ফেলে দিচ্ছে সমর্থকদেরও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন বিদেশি ডেভিড মালান, মোহাম্মদ নবি ও ফজল হক ফারুকি চলে গেছেন ইন্টারন্যাশনাল টি-২০ লিগে খেলতে। তাঁদের জায়গায় দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের ইব্রাহিম আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন। চট্টগ্রাম পর্ব থেকেই এ দুই বিদেশিকে পাচ্ছে চ্যাম্পিয়নরা।
রংপুরের জিম্বাবুইয়ান ক্রিকেটার সিকান্দার রাজা আর বেনি হাওয়েল ঢাকার প্রথম পর্ব শেষ করেই চলে গেছেন। পাকিস্তানের হ্যারিস রউফ আর মোহাম্মদ নেওয়াজ খেলবেন তাঁদের জায়গায়। সেদিক থেকে দেখলে রংপুরের হাত ধরে বিদেশি ক্রিকেটারও পাচ্ছে বিপিএল। খুলনা টাইগার্সে নতুন করে চট্টগ্রাম পর্বে যোগ হচ্ছেন আম্মাদ ভাট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল বা সিলেট স্ট্রাইকার্স নতুন করে বিদেশি ক্রিকেটার নেয়নি।
বিপিএল ফ্র্যাঞ্চাইজির অনেকেই প্রয়োজনের চেয়েও বেশি বিদেশি ক্রিকেটার নিয়েছিল দলে। শ্রীলঙ্কান ও পাকিস্তানি ক্রিকেটার ছিল সে তালিকায়। জাতীয় চুক্তিতে থাকা লঙ্কান ক্রিকেটারদের ছাড়পত্র দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট চলায় ওয়াসিম জুনিয়ররাও বিপিএলে খেলতে পারছেন না। দেশটির দ্বিপক্ষীয় সিরিজ শেষ হলে কেউ কেউ যোগ দিতে পারেন বিপিএলে।
তবে বিদেশি আনার ক্ষেত্রে বেশ কয়েকটি দল ধীরে চলো নীতি নিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত ক্রিকেটার আনছে না তারা। যদিও প্লেয়ার্স ড্রাফট থেকে নেওয়া বিদেশি ক্রিকেটারদের সম্মানী পরিশোধ করতে হবে দলগুলোকে। অতিরিক্ত বিদেশি এনে খরচ বাড়াতে চাইছে না অনেক দল। এ ক্ষেত্রে গচ্চা দিতেও রাজি তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করেই দেশি-বিদেশি মিলিয়ে দল নামাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ঢাকা পর্বে দারুণ কিছু ম্যাচও দেখা গেছে। একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন দুই পাকিস্তানি ক্রিকেটার। চট্টগ্রামের ব্যাটিংস্বর্গে সেঞ্চুরি দেখা যেতে পারে বেশ কিছু। রান আর ব্যক্তিগত পারফরম্যান্স আড়াল করে দিতে পারে বিদেশি তারকা ক্রিকেটারের শূন্যতা।