Can't found in the image content. ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড ঘোষণা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জানুয়ারী ১১, ২০২৩

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড ঘোষণা
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল। সফরে স্বাগতিক ভারতের বিপক্ষে চার টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে অজিরা। আসন্ন এই সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই দু’দল। তাই আসন্ন এই সিরিজটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে যেখানে শীর্ষে অজিরা, সেখানে দুইয়ে অবস্থান করছে রোহিত শর্মার দলের।

উপমহাদেশের কন্ডিশন মাথায় রেখেই ভারত সফরে অজিরা স্পিনারদের প্রাধান্য দিয়েছে। যেখানে অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন স্পিনার টড মারফি। এছাড়াও দলে রয়েছেন মিচেল সুইপসন ও অ্যাশটন অ্যাগারও। প্রোটিয়া সফরে চোট পাওয়া মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিনও রয়েছেন ভারত সফরের দলে। অবশ্য সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না স্টার্কের।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, এই ভারত সফর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে নিজেদের বুঝে নেয়া যাবে। ভারতকে হারিয়ে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করাই টার্গেট। ভারতের মাটিতে ওরাই ফেভারিট। ফলে, এই সিরিজে ভালো একটা লড়াই দেখা যাবে।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুর টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। পরের তিন টেস্ট যথাক্রমে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। 

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন ও ডেভিড ওয়ার্নার।