৩৬ বছর পর ২০২২ সালের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস জিতেছেন আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু একটি আসরের সেরা মানেই যে পুরো বছরের সেরা নয় সেটা প্রমাণ হয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস) এর বর্ষসেরা ঘোষণায়।
আইএফএফএইচএস কমিটি ২০২২ সালের সেরা ১০জন গোলরক্ষকের তালিকা করেছে। যেখানে সেরা হয়েছে বেলজিয়ামের রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
কোর্তোয়া ও মার্টিনেজের মধ্যে পয়েন্টের ব্যবধান ১৫। বেলজিয়ান গোলরক্ষক পেয়েছেন ১২৫ পয়েন্ট। সেখানে মার্টিনেজের পয়েন্ট ১১০। এবার নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরার পুরস্কার পেলেন কোর্তোয়া। ২০১৮ সালেও তিনি বর্যসেরা গোলরক্ষকের পুরস্কার পান।
যদিও কাতার বিশ্বকাপে হতাশই করেছে বেলজিয়াম। কিন্তু ক্লাব পর্যায়ে থিবো কোর্তোয়া দারুণ সফল। রিয়াল মাদ্রিদের বারের নীচে দাঁড়িয়ে বেলজিয়ান এ গোলরক্ষক জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। তৃতীয় স্থানে রয়েছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। তার পয়েন্ট ৫৫।
চতুর্থ স্থানে ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ আর বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সের গোলক্ষক হুগো লরিস রয়েছেন পাঁচে।