Can't found in the image content. দায়িত্ব নিয়েই রোনালদোর ব্যাপারে যা বললেন মার্টিনেজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

দায়িত্ব নিয়েই রোনালদোর ব্যাপারে যা বললেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩

দায়িত্ব নিয়েই রোনালদোর ব্যাপারে যা বললেন মার্টিনেজ
কাতার বিশ্বকাপের পর থেকে পর্তুগাল জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপেই একাদশে নিজের জায়গা হারান তিনি। পর্তুগালের দায়িত্ব নিয়ে নতুন কোচ রবার্তো মার্টিনেজকেও কথা বলতে হয়েছে রোনালদো প্রসঙ্গে। তবে শুধু রোনালদোই নয়, পর্তুগালের সর্বশেষ বিশ্বকাপ দলে থাকা সকল ফুটবলারকে নিয়েই কথা বলেন মার্টিনেজ। 

সোমবার (৯ জানুয়ারি) পর্তুগালের কোচ হওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা ও পথচলা নিয়ে কথা বলেন মার্টিনেজ। সেখানেই তিনি জানান, কাতার বিশ্বকাপের দলে থাকা সকল ফুটবলারের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। 

৪৯  বছর বয়সী এই স্প্যানিশ কোচ পর্তুগালের দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চান সকলকে সঙ্গী করেই। পর্তুগালের মতো মেধাবী দলের কোচ হতে পেরে তিনি আনন্দিত বলেও মন্তব্য করেন। মার্টিনেজ বলেন, ‘বিশ্বের মেধাবী দলগুলোর একটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। জানি আমাকে নিয়ে তাদের প্রত্যাশা অনেক বড়। পর্তুগাল ফুটবল ফেডারেশন বড় একটা সংস্থা, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লক্ষ্যগুলো অর্জনে কাজ করব।’

রোনালদো ইস্যুতে মার্টিনেজ জানান, এখনই রোনালদোকে বাতিলের খাতায় ফেলে দেননি তিনি। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে বসে কথা বলতে চান বলেও জানান এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘গত বিশ্বকাপের পর্তুগাল দলে যে ২৬ জন ছিল, আমি তাদের সবার সঙ্গে যোগাযোগ করতে চাই। রোনালদোও ওই বিশ্বকাপ দলের তালিকায় থাকা একজন।’ 

সূত্র: গোল ডটকম