ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা পেশাদার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ খেলার মধ্য দিয়েই টেনিসকে বিদায় জানাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি।
গত বছর ইউএস ওপেনে অংশ নিয়ে টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক ডাবলসে বিশ্ব নম্বর ১ নম্বর তারকা। তবে ইনজুরিতে সেবার কোর্টে নামা হয়নি এই টেনিস সুন্দরীর।
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ। এই আসরেই সানিয়ার ভক্ত-অনুরাগীরা তাকে শেষবারের মতো কোর্টে খেলতে দেখবেন।
অবশ্য এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিবেন সানিয়া মির্জা। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের আসরে তিনি মিক্সড ডাবলস ইভেন্টে রোহান বোপান্নার সঙ্গে খেলতে নামবেন।