ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

ঢাকার হয়ে বিপিএলে খেলবেন ব্রিটিশ-বাংলাদেশি রবিন

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জানুয়ারী ৪, ২০২৩

ঢাকার হয়ে বিপিএলে খেলবেন ব্রিটিশ-বাংলাদেশি রবিন

ছবি: সংগৃহীত

গত জুনে ইংল্যান্ডের হয়ে লর্ডস টেস্টে ফিল্ডিং করতে নেমেই আলোচনার জন্ম দিয়েছিলেন রবিন দাস। তার শরীরে যে বইছে বাংলাদেশের রক্ত। ২০২০ সালে এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হয়েছিল মাত্র ২০ বছর বয়সী এই ক্রিকেটারের।

এর আগে ২০১৮ সালে মূল দলের হয়ে নয় এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ২০০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন এই তরুণ ব্যাটার। টি-টোয়েন্টি ব্লাস্টের পর এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার নাম দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে।

যদিও নিলাম থেকে কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি সেবার। এবারের বিপিএলেও ড্রাফটে নাম দিয়েছিলেন তিনি। এবারও ব্রাত্য ছিলেন এই ইংলিশ ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এই ইংলিশ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিপিএলের নবাগত দল ঢাকা ডমিনেটরস।

সবকিছু ঠিক থাকলে বিপিএলের শুরু থেকেই দলটির হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে। এরই মধ্যে রবিনকে ছাড়পত্র দিয়েছে তার কাউন্টির দল এসেক্স। তারাও রবিনের বিপিএলে খেলার খবরটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে। তার জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাবটি।

রবিনের জন্ম ইংল্যান্ডে হলেও তার পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে। ছোটোবেলা থেকেই ক্রিকেটে হাতেখড়ি হয় রবিনের। এরপর দারুণ পারফর্ম করে ইংল্যান্ডের জাতীয় দলের আঙিনায়ও চলে এসেছেন তিনি।

এসেক্সের মূল দলের হয়ে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ না হলেও নিয়মিত খেলেছেন দ্বিতীয় সারির দলে। ২০ বছর বয়সী রবিনের নামের পাশে রয়েছে মূল দলের হয়ে ৭টি লিস্ট 'এ' ও ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশে আসছেন রবিন।