ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

দ্বিতীয় হওয়ায় বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখান করলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ১, ২০২৩

দ্বিতীয় হওয়ায় বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখান করলেন সালাউদ্দিন
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার এক অনুষ্ঠানে দেশের সেরা দশ ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়। বিএসপিএ’র বিবেচনায় সেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া হয়েছে সাবেক ফুটবলার ও বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে। পুরস্কার হাতে নেওয়ার পর ওই সম্মাননা সালাউদ্দিন প্রত্যাখান করেছেন। 

রোববার বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার বাফুফের কার্যনির্বাহী সভায় এই পুরস্কার প্রত্যাখানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। বাফুফে দাবি করেছে, কাজী সালাউদ্দিনকে দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া প্রহসনের সমান।