Can't found in the image content. বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২

বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল
কাতার বিশ্বকাপ শুরুর আগে লা লিগায় জয় দিয়ে লিগ বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। ওই সময় কাদিজের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বর্তমান চ্যাম্পিনরা। বিশ্বকাপ বিরতি শেষে আবারও শুরু হয় লা লিগা মিশন। জয় দিয়েই আবারও লড়াইয়ে পেরে রিয়াল। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে করিম বেনজেমার জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে ভায়োদোলিদকে। নির্ধারিত সময়ের শেষ ৮ মিনিটে ১০ জন নিয়ে খেলা স্বাগতিকদের জালে ৮৩ ও ৮৯ মিনিটে গোল করেন বেনজেমা। প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে।

ম্যাচের ৮৩ মিনিটে ভায়োদোলিদের সেন্টারব্যাক জাভি সানচেজ নিজেদের বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় রিয়াল। এরপর স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন বেনজেমা।

৮৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। অবশ্য গোলটির কারিগর ৬৯ মিনিটে দানি সেবায়োসের বদলি হয়ে নামা এদুয়ার্দো কামাভিঙ্গা। বাঁ প্রান্ত দিয়ে ভায়োদোলিদের রক্ষণ চিরে বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা বেনজেমাকে পাস দেন এই ফরাসি তারকা। বেনজেমা বলটা নিয়ন্ত্রণে নিয়ে সহজেই বল জালে জড়ান। 

এই জয়ে বার্সেলোনাকে টপকে টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট সবার উপরে তারা। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আজ এসপানিওলের বিপক্ষে জিতলে আবারও শীর্ষে উঠে আসবে বার্সা।