Can't found in the image content. শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন ফখর-শারজিল-বালবির্নি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন ফখর-শারজিল-বালবির্নি

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২

শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন ফখর-শারজিল-বালবির্নি
২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত ছিল আগেই। আসন্ন নবম আসরের খেলা মাঠে গড়াবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই। এর আগে গেল মাসেই অংশগ্রহণকারী ৭ ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের দলে যুক্ত করেছিল। তবে শেষ মুহূর্তে বিপিএল খেলতে আসছেন ফখর জামান, শারজিল খান এবং অ্যান্ড্রু বালবির্নি।

এই তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। বুধবার খুলনা ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে নিলাম থেকে সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে যুক্ত করে তামিম ইকবালের দল।

এছাড়া দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান (পাকিস্তান) ফখর জামান (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান) অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।

ড্রাফট থেকে বিদেশি : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।