Can't found in the image content. পিএসজির অনুশীলনে এমবাপ্পে-নেইমার, বাড়িতে মেসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পিএসজির অনুশীলনে এমবাপ্পে-নেইমার, বাড়িতে মেসি

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২

পিএসজির অনুশীলনে এমবাপ্পে-নেইমার, বাড়িতে মেসি
বিশ্বকাপ শেষ। আবারও শুরু হচ্ছে লিগের খেলা। এরই মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুশীলনে যোগ দিয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার। তবে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি এখনও রয়ে গেছেন তার বাড়িতে।

বিশ্বকাপের ৪৫ দিনের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে ফরাসি লিগ ওয়ান। আজ বুধবার দিনগত রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ১৬তম রাউন্ডের খেলায় থাকছেন না মেসি। কাতার থেকে বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনায় ফেরা মেসি উদযাপনের জন্য আরও কিছুদিন ছুটিতে থাকতে চাইছেন।

'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, মেসি পিএসজির পরের তিনটি ম্যাচই মিস করবেন। ২৮ ডিসেম্বর স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের পরি পিএসজি ১ জানুয়ারি লেঁস এবং ৬ জানুয়ারি খেলবে চতুরেক্সের বিপক্ষে।

আশা করা হচ্ছে, ১১ জানুয়ারি প্যারিসে ফিরবেন মেসি। এদিন রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেন্সে অ্যাঞ্জার্সের বিপক্ষে খেলতে নামবে পিএসজি।

লিগ ওয়ানে ১৫ ম্যাচ শেষে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১৩ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেঁস।