Can't found in the image content. কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির
ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটেও তীরে এসে তরী ডোবালো বাংলাদেশ। সাকিব-মিরাজের দারুণ বোলিং ভারতের টপ অর্ডার ভেঙে দিলেও অশ্বিন-আইয়ারের প্রতিরোধে বাংলাদেশ ৩ উইকেটে হেরেছে ঢাকা টেস্ট। তাতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরিজে ভারতের কাছে ২-০ তে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে। এই সিরিজ হারের পর কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তনের আভাস দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘একেকজন কোচের একেক রকম স্টাইল থাকে। আপনি হয়তো কোনো কোচের কথা বলছেন, তার কোচিং স্টাইল হয়তো আরেকজনের চেয়ে ভিন্ন। তবে একটা কথা হচ্ছে, কোচের যেন দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এমন কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন।’

ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো। টি-টোয়েন্টিতে উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। চলতি বছর টেস্টেও পারফরম্যান্সের গ্রাফ ওপরের দিকেই। চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে করেছে ড্র। তবে বেশ কিছু ম্যাচে জয়ের কাছাকাছি গেলেও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ার বিষয়টা গায়ে লাগছে বেশি। সবমিলিয়ে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের উন্নতিতে দারুণ খুশি জালাল ইউনুস। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা শক্তিশালী দল চাইবো। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। খেলার জন্য খেলছি, নিচের সারির টিমের সঙ্গে জিতে খুশি হচ্ছি; বিষয়টা এমন না। আজ যেমন ভারতের সঙ্গে ইট ওয়াজ ভেরি ক্লোজ। তারা এ কন্ডিশন খুব ভালো জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলে ইন্ডিয়ার সঙ্গে জেতা কঠিন। তবে কাছে চলে গিয়েছিলাম। আরও কিছু রান যদি থাকত, জিতেও যেতে পারতাম। টেস্টে ভালো করেছি। লেট আস ওয়েট, কিছু চেঞ্জ হয়তো দেখতে পাবেন। সর্বাত্মক চেষ্টা করছি টেস্টে ভালো করার জন্য।’