ইংল্যান্ডের জয়টা কেবলই সময়ের অপেক্ষা ছিল। সিরিজের শেষ টেস্ট ম্যাচ জিততে চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫৫ রান। মাত্র ৩৮ মিনিটে সেই রান সংগ্রহ করে করাচি টেস্ট জিতে প্রথম দল হিসেবে টেস্টে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। এই প্রথমবার ঘরের মাঠে টানা চার টেস্টে হেরেছে পাকিস্তান।
করাচিতে আগের দিনের ২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। এদিনও শুরু থেকেই নিজেদের আক্রমণাত্মক কৌশলেই ব্যাটিং করেন ইংলিশ ব্যাটার বেন স্টোকস এবং বেন ডাকেট। শেষ পর্যন্ত এই দুইজনই অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
২৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। স্টোকোস অপরাজিত ছিলেন ৪৩ বলে ৩৫ রান করে। অপর প্রান্তে ডাকেট অপরাজিত ছিলেন সর্বোচ্চ ৮২ রান করে।
পাকিস্তানের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডাকেট এবং জ্যাক ক্রলি। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৮৭ রান। ক্রলি ও ডাকেটের জুটি ভাঙেন আবরার আহমেদ। তিনে নেমে সুবিধা করতে পারেননি রেহান। আবরারের বলে ব্যক্তিগত ১০ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
রেহান নিজের ইনিংস বড় করতে না পারলেও দারুণ ব্যাটিংয়ে ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডাকেট। তৃতীয় দিনের শেষ বিকেলে তাকে সঙ্গ দেন স্টোকস। তৃতীয় দিন শেষে ডাকেট ৫০ এবং স্টোকস অপরাজিত ছিলেন ১০ রানে।