Can't found in the image content. ট্রাইব্রেকারের সময় ঠান্ডা মাথায় ছিলাম: মার্টিনেজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ট্রাইব্রেকারের সময় ঠান্ডা মাথায় ছিলাম: মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

ট্রাইব্রেকারের সময় ঠান্ডা মাথায় ছিলাম: মার্টিনেজ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের নায়ক বনে গেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ডাচদের বিপক্ষে টাইব্রেকারে জিতিয়েছিলেন। এবার বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে মাথা ঠান্ডা রেখে দলকে আবারও জেতালেন এই এস্টন ভিলার গোলরক্ষক।

বিশ্বকাপের ফাইনালে একটি সেভ করার পাশাপাশি তার দৃঢ়তায় আরেকটি শট বাইরে নেয় ফ্রান্সের ফুটবলাররা। ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, ‘আমি পেনাল্টিতে খুব ঠান্ডা মাথায় ছিলাম। তারা আমাকে ম্যাচে ৩টি শট নিয়ে ৩টিতেই গোল করেছে। কিন্তু তারপরেই আমি নিজেকে ঠান্ডা রাখি।’

বিশ্বকাপের এই জয়কে নিজের পরিবারের জন্য উৎসর্গ করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি খুব ভদ্র ঘরের ছেলে এবং ছোট বেলা থেকেই আমি ইংল্যান্ডে ছিলাম। আমার এই জয় আমি পরিবারকে উৎসর্গ করছি।’