Can't found in the image content. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী বুসকেটস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী বুসকেটস

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী বুসকেটস
কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর থেকেই গুঞ্জন ছিল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন স্প্যানিশ অধিনায়ক সের্জিও  বুসকেটস। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে এ মিডফিল্ডার লিখেন, ‘আমি ঘোষণা করতে চাই যে প্রায় ১ বছর এবং ১৪৩ ম্যাচ পরে সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর। এই দীর্ঘ যাত্রায় যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

২০১০ বিশ্বকাপে স্পেন জয় লাভ করে। আর সেই বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এ মিডফিল্ডার। বর্তমানে ক্লাব ফুটবলেও খুব ভালো অবস্থানে নেই  বুসকেটস। বার্সেলোনায় খেলা এই ফুটবলারের চুক্তি শেষ হবে এই মৌসুমেও। এরপর কাতালানরা নতুন করে চুক্তি বাড়াবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

স্পেনের হয়ে এই পর্যন্ত ১৪৩ ম্যাচ খেলেছেন  বুসকেটস, যেখানে তার গোল সংখ্যা ২। বিশ্বকাপে স্পেনের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।