Can't found in the image content. একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না: কাকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না: কাকা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২

একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না: কাকা
অন্যসব বিশ্বকাপ থেকে ছাড়িয়ে গেছে এবারের ফুটবল বিশ্বকাপের উত্তাপ। কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিল নানান সংশয়।

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে পদে পদে নিজেদের প্রমাণ করেছে কাতার। এবারের বিশ্বকাপকে সেরা বিশ্বকাপ বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার কাকা।

তিনি বলেন, ‘এটা আমার দেখা অন্যতম সেরা একটি বিশ্বকাপ। অবকাঠামোগত দিক থেকেও এটা সেরা। এখানে ভালো মানের স্টেডিয়াম রয়েছে। এখানের মানুষের ব্যাবহারও অনেক ভালো। ’

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা উঠে গেছে আসরের ফাইনালে। আজ রাতে মরক্কোকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে ফ্রান্স। এবারের বিশ্বকাপে কাকার চোখে সেরা ফুটবলারকে জানতে চাওয়া হয়। উত্তরে কাকা বলেন, ‘এবারের বিশ্বকাপের সেরা ফুটবলার? লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। ’

ব্রাজিল বাদ পরেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। সেরা খেলোয়াড়ের তালিকায়ও আর্জেন্টাইন ফুটবলারের নাম নিলেন। তবে কি ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন ব্রাজিলের কিংবদন্তী? এমন প্রশ্নের জবাবে কাকা বলেন, ‘সকলেই মেসিকে ভালোবাসেন। সে সেরা খেলোয়াড়দের একজন। তবে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি কখনই আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না। ’