ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

রোনালদোর আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

রোনালদোর আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

বয়সটা ৩৭ পেরিয়েছে। এবারই হয়তো শেষ বিশ্বকাপটা খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার বিদায়টা হাসিমুখে হলো না। চোখ মুছতে মুছতে মাঠ ছাড়তে হলো পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলারকে।

তার দল পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, এই কষ্ট তো ছিলই। রোনালদোর মনে সবচেয়ে বড় কষ্ট হয়ে ছিল, ক্যারিয়ারের শেষবেলায় উপেক্ষার শিকার হওয়া। যে ম্যাচে দল হেরেছে, সেই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ আর গোলের রেকর্ড গড়া ফুটবলার।

তাই আক্ষেপ, কষ্ট, অভিমান-সব এক হয়েই কাঁটার মতো বিঁধছে রোনালদোর মনে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবশেষে মুখ খুললেন পর্তুগিজ যুবরাজ। বিশাল এক ফেসবুক স্ট্যাটাসে আবেগ নিংড়ে দিলেন তিনি।

রোনালদোর সেই ফেসবুক স্ট্যাটাসটি অনুবাদ করে জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো...
‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত পর্তুগালসহ আন্তর্জাতিক পর্যায়ের অনেক শিরোপা জিতেছি, কিন্তু বিশ্বের মধ্যে আমাদের দেশের নাম সর্বোচ্চ পর্যায়ে রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।

আমি এর জন্য লড়াই করেছি। আমি এই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে আমি ৫টি বিশ্বকাপ খেলেছি, গোল করেছি। সবসময় গ্রেট খেলোয়াড়দের পাশে পেয়েছি, পেয়েছি লাখ লাখ পর্তুগিজের সমর্থন, আমি আমার সব দিয়ে দিয়েছি। এই মাঠে সব কিছু দিয়েছি। আমি কখনো লড়াই থেকে মুখ ফিরিয়ে নেইনি, কখনও স্বপ্ন দেখা ছেড়ে দেইনি।

দুঃখজনকভাবে গতকাল (শনিবার) স্বপ্ন শেষ হয়ে গেছে। মাথা গরম করে লাভ নেই। আমি শুধু আপনাদের জানাতে চাই, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন এক মুহূর্তের জন্যও বদলায়নি। আমি সবসময়ই এমন একজন ছিলাম, যে কি না সবার লক্ষ্য পূরণের জন্য লড়াই করেছি। আমি কখনও আমার সতীর্থ ও দেশের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না।

এখনকার জন্য আর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার। স্বপ্নটা সুন্দর ছিল যতক্ষণ এটি টিকে ছিল... এখন আশা করছি সময়ই সবচেয়ে ভালো পরামর্শক এবং সবাইকে বলে দেয় কখন ইতি টানতে হবে।’