ধীরে ধীরে বিশ্বকাপের শেষ আটে কোন কোন দল উঠবে এবং তাদের প্রতিপক্ষ কারা হবে তা নিশ্চিত হয়ে যাচ্ছে। সবার আগে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এদিকে নক-আউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স এবং ফ্রান্সের এই জয়ের মূল নায়ক আর কেউই নন, সময়ের অন্যতম তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
প্রতিপক্ষের কাছে দিন দিন ক্রমশ ভীতিকর হয়ে উঠছেন ২৩ বছর বয়সী এমবাপ্পে। তার দুর্দান্ত গতি ও দক্ষতার কাছে হার মানতে হচ্ছে প্রতিপক্ষকে। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই এমবাপ্পেকেই বিরক্ত হতে হলো অন্য এক খেলোয়াড়ের জন্য? তিনি এমবাপ্পেরই পিএসজি সতীর্থ, বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি!
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ছিলেন একদল আর্জেন্টিনা সমর্থক যা পোলিশ এবং ফ্রেঞ্চ দুই দলের সমর্থকদের কাছেই অবাক করা ব্যাপার ছিলো। এমবাপ্পে যখন টাচলাইন এবং কর্নার পোলের দিকে যাচ্ছিলেন তখন গ্যালারি থেকে আর্জেন্টাইন ফ্যানরা সমস্বরে 'মেসি! মেসি!' রব তুলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তারা যে তাদের কাজে সফল হননি সেটা বলা যায়, কারণ এমবাপ্পেকে খেলার বাইরে আর কোনোকিছুতেই মনোযোগ দিতে দেখা যায়নি। এদিন তিনি নিজে করেছেন দারুণ দুইটি গোল আর সাথে সতীর্থ অলিভিয়ের জিরুকে দিয়ে করিয়েছেন একটি।
তার দুই গোল আর এক এসিস্টের সুবাদে বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি ফ্রান্সকে। পুরো টুর্নামেন্ট ধরেই উজ্জ্বল কিলিয়ান এমবাপ্পে, এখন পর্যন্ত তিন ম্যাচে করেছেন পাঁচ গোল আর দুই এসিস্ট। বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়েও তিনিই সবার চেয়ে এগিয়ে, সেই সাথে আছে গোল্ডেন বল জেতারও সম্ভাবনা। এবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফরাসিরা।
বিশ্বকাপ গোল সংখ্যার দিক দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং দিয়েগো ম্যারাডোনার চেয়েও এগিয়ে গেছেন এমবাপ্পে, সমতায় আছেন মেসির সাথে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন এমবাপ্পে। চার বছরে বেড়েছে তার অভিজ্ঞতা, বেড়েছে ফুটবলের ধার। এবার তিনিই দলের প্রধান অস্ত্র। রাশিয়ার পর কাতার থেকেও বিশ্বকাপ দেশে নিয়ে যেতে চান এমবাপ্পে।
সূত্র: এল ফুটবলেরো