Can't found in the image content. দ. কোরিয়ার বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

দ. কোরিয়ার বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

দ. কোরিয়ার বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ
কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে রাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে সেলেসাওরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৮ নম্বরে। দুদলের মধ্যকার পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে ব্রাজিল দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।

ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়া যে ম্যাচটায় জিতেছিল, তার স্কোরলাইন ১-০। অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ৫-১ গোলের। সর্বপ্রথম ১৯৯৫ সালে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে ব্রাজিল জিতে ১-০ গোলে। সবশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিল ব্রাজিল। আজ নামছে পূর্ণ শক্তি নিয়ে। ইনজুরি থেকে ফিরছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। আজকের ম্যাচের শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসিমিরো, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, নেইমার জুনিয়র ও রিচার্লিসন।