Can't found in the image content. বাংলাদেশে সিরিজ শুরুর আগে ভারতীয় দলে পরিবর্তন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশে সিরিজ শুরুর আগে ভারতীয় দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২

বাংলাদেশে সিরিজ শুরুর আগে ভারতীয় দলে পরিবর্তন
আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। সিরিজের প্রথম ওয়ানডের আগেই দুঃসংবাদ এলো ভারত শিবিরে। দলটির তারকা পেসার মোহাম্মদ শামির খেলা হচ্ছে না আসন্ন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। 

বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় কাঁধে চোট পান শামি। বর্তমানে এনসিএ, বেঙ্গালুরুতে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন শামি। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে পারছেন না এই পেসার। ভারতীয় সিলেকশন কমিটি শামির পরিবর্তে তরুণ পেসার উমরান মালিককে দলে যুক্ত করেছে।

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু হবে। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।