ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

ফিগোর অল-স্টার একাদশে পেলে-মেসি, আরও আছেন যারা

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ২৮, ২০২২

ফিগোর অল-স্টার একাদশে পেলে-মেসি, আরও আছেন যারা
কাতার বিশ্বকাপ চলছে। এবারের বিশ্বকাপ কারা বগলদাবা করবে সেটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

অঘটনের বিশ্বকাপে বড় দলগুলো শুরুতেই হোচট খেয়েছে। পরে আর্জেন্টিনা-জার্মানি নানা নাটকীয়তায় খেলায় ফিরে এসেছে।  এতে জমে উঠেছে বিশ্বকাপ।

বড় তারকারা বিশ্বকাপে স্বরুপে ফিরেছেন। গোল পেয়েছেন মেসি, রোনাল্ডো ও এমবাপ্পেরা।

এরই মধ্যে সাবেক পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো নিজের অল-স্টার ইলেভেন ঘোষণা করেছেন। 

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক তারকা ফিগোর সেরা একাদশে স্বদেশি ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেমন আছেন, তেমনি রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিও। 

ফিগো নিজে দলের অধিনায়ক। তবে কোচ হিসাবে রেখেছেন ব্রাজিলের কার্লোস পারেইরাকে। 

পর্তুগালের জার্সি পরে ১২৭ ম্যাচে ৩২ গোল করা সাবেক উইঙ্গার ফিগোর অল-স্টার একাদশে বিশ্বের একাধিক ফুটবল লিজেন্ড রয়েছেন। 

তাদের মধ্যে অন্যতম ইতালীয় গোলরক্ষক গিয়ানলুইজি বুফন, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ব্রাজিলের পেলে ও রোনালদো, ফ্রান্সের জিনেদিন জিদান, নেদারল্যান্ডসের জোহান ক্রুয়েফ এবং পর্তুগালের ইউসেবিও।