Can't found in the image content. ফুলবাড়ীতে রাজু গুপ্তা বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে রাজু গুপ্তা বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: রবিবার, নভেম্বর ২৭, ২০২২

ফুলবাড়ীতে রাজু গুপ্তা বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে রাজু কুমার গুপ্তা বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

শনিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রাজু কুমার গুপ্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, কোষাধ্যক্ষ এনামুল হক, বেসরকারি সংস্থা সকল্প সোসাইটির নির্বাহী পরিচালক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
এবার মেসির বাড়ানো বলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার রংধনু শটে অসাধারণ এক গোল করেন এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা পায় ২-০ গোলের লিড। ম্যাচের শেষে আর কোন গোল না হলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। বিশ্বকাপের নক আউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।