ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

পেনাল্টি থেকে মেসির গোল, এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২

পেনাল্টি থেকে মেসির গোল, এগিয়ে আর্জেন্টিনা
মঙ্গলবার আইকনিক লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। তবে বক্সের ভেতরের জটলা থেকে করা মেসির শটটি ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক ওয়াইস। 

এরপর শুরুর দশ মিনিটে আলবিসেলেস্তেরা কর্নার পেয়েছিল আরও একটা। তবে সেটা কাজে লাগাতে পারেনি দলটি। 

খেলার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। 

পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।

২০১৯ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। মাঝে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে মেসিরা। ইতিহাস বলছে, ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শুধু ইতালির। আজ সৌদি আরবকে হারালে ইতালির সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসিরা।

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।

সৌদি আরব: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তাম্বক্তি, আল-বুলাইহি, আল-শাহরানি, আল-ফারাজ, কান্নো, আল-মালকি, আল-ব্রিকান, আল-শেহরি, আল-দাওসারি।