বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের সঙ্গে। পূর্ণ শক্তির দলই মাঠে নামাবেন কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। শক্তির বিচারে সৌদি আরবের চেয়ে অনেক এগিয়ে থাকা আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা থেকে ৪৮ ধাপ পেছনে আছে সৌদি আরব। বিশ্বকাপের মতো বড় মঞ্চে কখনোই তেমন বড় কিছু করতে পারেনি তারা। গত বিশ্বকাপে রাশিয়ার কাছে ৫ গোল খাওয়ার রেকর্ডও তাদের আছে। সেই তুলনায় তারকায় ভরা আর্জেন্টিনা ম্যাচে যে একক আধিপত্য বিস্তার করবে সে ব্যাপারে সন্দেহ নেই।
আর্জেন্টিনার তারকায় ভরা ফরোয়ার্ড লাইনের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে সৌদি আরবের ডিফেন্ডারদের। দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সৌদি আরবের বিপক্ষে যেখানে দুইটিতে জয় পেয়েছে তারা।
সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা: মার্টিনেজ (গোলরক্ষক), তাগলিয়াফিকো, ওতামেন্দি, রোমেরো, মলিনা, ম্যাক আলিস্তার, পারেদেস, দি পল, দি মারিয়া, লাউতারো মার্টিনেজ, মেসি।
সৌদি আরব: আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।