ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মোস্তাফিজকে রেখে দিয়েছে দিল্লি

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ১৬, ২০২২

মোস্তাফিজকে রেখে দিয়েছে দিল্লি
ডেড লাইন শেষ হওয়ায় আইপিএলের রিটেইন বা ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। তালিকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে দিল্লি।

মোস্তাফিজকে এই বছরের ফেব্রুয়ারিতে হওয়া নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দল ভেড়ায় তারা। সর্বশেষ মৌসুমে ৮ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন। সেরা বোলিংও ছিল ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট।

গত মৌসুমের বেশির ভাগ প্রতিনিধিত্বশীল খেলোয়াড়দের রেখে দিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা দিল্লির। যার নেতৃত্বে থাকছেন ঋষভ পান্ত। অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে যদিও। শার্দুলকে বিনিময় করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ড উইকেটকিপার টিম সেইফার্ট, কেএস ভারত, মিডল অর্ডার ব্যাটার মানদীপ সিং ও অশ্বিন হাব্বার্। তাতে ২৩ ডিসেম্বর হতে যাওয়া নিলামে দিল্লি ১৯.৭৫ কোটি রুপি খরচ করার সুযোগ পাচ্ছে।    

রিটেইনড খেলোয়াড় যারা: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, আইনরিখ নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মোস্তাফিজুর রহমান, আমান খান, কুলদীপ যাদ, প্রবীণ দুবে ও ভিকি ওস্তাওয়াল।