Can't found in the image content. এবার সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এবার সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

এবার সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক
দু’জনের বিচ্ছেদের গুঞ্জন চলছে শেষ এক সপ্তাহ ধরেই। শোনা যাচ্ছে, প্রায় এক যুগেরও বেশি দীর্ঘ দাম্পত্য জীবন শেষের পথে শোয়েব মালিক আর সানিয়া মির্জার। তবে এরই মধ্যে দুই তারকার নতুন শো’র ঘোষণায় নতুন এই মোড় নিয়েছিল এই গুঞ্জন। এরপর এবার সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক। 

আজ ১৫ নভেম্বর ৩৬ পূর্ণ করলেন সানিয়া মির্জা। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শোয়েব লেখেন, ‘শুভ জন্মদিন সানিয়া মির্জা। তোমার একটি খুব স্বাস্থ্যকর এবং সুখী জীবন হোক, এমনটাই কামনা করছি! দিনটাকে পুরোপুরি উপভোগ করো।’ এই বার্তাটা আজ রাত ১টা ৩৪ মিনিটে জানিয়েছেন শোয়েব, তার পর থেকে আট ঘণ্টা পেরিয়ে গেলেও জবাবটা এখনো দেননি সানিয়া।

এর আগে গেল সপ্তাহে গুজন ওঠে দু’জনের বিচ্ছেদের। তাদের কাছের সূত্র ধরে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছিল, শোয়েব মালিক আর সানিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে। বিচ্ছেদের দিন গুনছেন দু’জনে। 

সূত্র জানাচ্ছিল, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা যাচ্ছিল। শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছিল। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। 

এই গুঞ্জন আরও বেড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়ার কিছু পোস্টের পর। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’ ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

এরপরই দু’জনের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। এরপর সানিয়ার বাবা ইমরান মির্জা নিজের পরিবারের বিধ্বস্ত অবস্থার কথা সংবাদ মাধ্যমের কাছে বলে তাতে ঘি ঢালেন।

তবে দু’জনের এই গুঞ্জনের মাঝেই এরপর আসে দুজনের এক শো’র ঘোষণা। ফলে ধারণা করা হচ্ছিল, সেখানেই হয়তো দু’জনের বিচ্ছেদের ঘোষণা আসতে যাচ্ছে। যে ছবি দিয়ে এসেছিল সেই ঘোষণা, তার মেজাজে তেমন কিছুর আঁচ পাওয়া যাচ্ছে না আদৌ। ফলে এই শো নিয়ে ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে ধোঁয়াশা।

তার পর এবার সানিয়ার জন্মদিনে শোয়েব জানালেন শুভেচ্ছা। যার ফলে ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে বৈকি!