টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে দলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় ছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। ভারত এবং জিম্বাবুয়ের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যাপক সমালোচনা করেছিলেন তিনি। তবে, বিশ্বকাপের ফাইনালের পর নিজের আগের সেই অবস্থান থেকে সরে আসেন আফ্রিদি।
আফ্রিদি মনে করেন পাকিস্তানের ক্রিকেট সঠিক পথেই রয়েছে, এখন সময় শুধু এগিয়ে যাওয়ার। একই সাথে নিজেদের সময়কার কঠিন দিনগুলোর কথাও স্মরণ করেন তিনি।
নিরাপত্তার প্রশ্নে দীর্ঘ সময় পাকিস্তান সফরে যায়নি কোনো দল। যার প্রভাব পড়েছিল সে দেশের ক্রিকেটেও। সেই দিনগুলোর কথা স্মরণ করে আফ্রিদি বলেন, ‘আমাদের মাঠগুলোতে তখন খেলা হতো না। অনেক ক্রিকেট মাঠ বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। পাকিস্তান ক্রিকেটের খুব কঠিন সময় ছিল সেটা। সেই পরিস্থিতি পরিবর্তনের জন্য কিছু মানুষ কঠোর পরিশ্রম করেছে। একই সাথে সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তান শিরোপা হাতছাড়া করলেও আফ্রিদি মনে করেন পাকিস্তানের দুঃসময় এখন আর নেই। এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কঠিন সময় আমরা পেছনে ফেলে এসেছি। বিভিন্ন দল এখন পাকিস্তান সফরে আসে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলে গেছে। আমাদের দেশের ক্রিকেটপ্রেমীরা অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত ছিলেন। ’