Can't found in the image content. যে আমাকে সম্মান করে না আমিও তাকে সম্মান দেই না: রোনালদো | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যে আমাকে সম্মান করে না আমিও তাকে সম্মান দেই না: রোনালদো

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ১৪, ২০২২

যে আমাকে সম্মান করে না আমিও তাকে সম্মান দেই না: রোনালদো
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে একের পর এক কোচ চেঞ্জ করেও ভাগ্য পরিবর্তন করতে পারছে না রেড ডেভিলরা। শেষতক ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে দলে ভিড়িয়েছিল ম্যানইউ।

রেড ডেভিলে যোগ দিয়ে দলটির সেরা ফুটবলার হিসেবেই নিজেকে প্রমাণ করেছিলেন রোনালদো। গত মৌসুমে ম্যানইউয়ের হয়ে সর্বোচ্চ গোল এসেছিল এই ফুটবলারের পা থেকেই। তবুও নতুন মৌসুমে এসে যেন উপেক্ষিত রোনালদো। কারণ, ম্যানইউয়ের নতুন কোচ এরিক টেন হেগ। এই ডাচ কোচ যোগ দিয়ে রোনালদোকে বেঞ্চে রাখা থেকে শুরু করে স্কোয়াডে না রাখার মতোন ওদ্ধত্য দেখিয়েছেন।

যা পছন্দ হয়নি তারকা ফুটবলার রোনালদোরও। এবার সংবাদমাধ্যমে এসে রেড ডেভিলদের কোচ টেন হেগকে নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। যেখানে রোনালদো সরাসরি দাবি করেছেন, ম্যানইউয়ের কোচ টেন হেগকে সম্মান করেন না তিনি। এর পেছনে নিজের কারণও ব্যাখ্যা করেছেন রোনালদো।

পিয়েরস মরগানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান পিয়েরস মরগান আনসেন্সরডে রোনালদো বলেন, ‘আমার তার প্রতি কোনো সম্মান নেই। কারণ, সে আমাকে সম্মান দেখায়নি। যদি তুমি আমাকে সম্মান দেখাতে না পারো, আমার তোমার প্রতি কখনোই সম্মান আসবে না।’