Can't found in the image content. পা ভেঙে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পা ভেঙে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ১৩, ২০২২

পা ভেঙে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
জন্মদিনের পার্টিতে হুল্লোড়ের সময় উটকো দুর্ঘটনায় পা ভাঙল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। যার ফলে তিন মাসের জন্য মাঠের বাইরে চলেন গেলেন তিনি। এতে করে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন এ অজি অলরাউন্ডার। 

শনিবার (১২ নভেম্বর) মেলবোর্ন স্টার্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে সন্ধ্যায় তিনি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে হাজির হন। সেখানেই বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান ম্যাক্স। তার বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের সঙ্গে। বন্ধুর পায়ের চাপেই ম্যাক্সওয়েলের বাঁ-পায়ের হাড় ভাঙে।

দুর্ঘটনা এতটাই গুরুতর ছিল যে তড়িঘড়ি ভাঙা পায়ে অস্ত্রোপচার করাতে হয় অজি তারকাকে। কমপক্ষে আগামী জানুয়ারি পর্যন্ত তাকে সবধরণের ক্রিকেট কর্মকাণ্ড থেকে বাইরে থাকতে হবে। 

রোববার (১৩ নভেম্বর) ম্যাক্সওয়েলের ভাঙা পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে বেশ কিছুদিন রিহ্যাবে থাকতে হবে তারকা ক্রিকেটারকে। আশঙ্কা করা হচ্ছে অন্তত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে উঠতে।

আগামী সপ্তাহেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই সেই সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ম্যাক্সওয়েল। পা ভেঙে ছিটকে যাওয়ায় ম্যাক্সওয়েলের বদলে অজি নির্বাচকরা দলে ঢুকিয়ে দেন সিয়ান অ্যাবটকে।

রোববার মেলবোর্ন স্টার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে হাসপাতালের বেডে শুয়ে ম্যাক্সওয়েলকে মেয়েদের বিগ ব্যাশ লিগের ম্যাচ দেখতে দেখা যাচ্ছে।