Can't found in the image content. টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ১৩, ২০২২

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
মেলবোর্নে আজ (রোববার) ফাইনাল ম্যাচে বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। তবে ম্যাচে আগেভাগেই টস হয়ে গেছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।

দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।

ইংল্যান্ড একাদশ: 
জস বাটলার, অ্যালেক্স হেলস,ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্দান ও আদিল রশিদ।

পাকিস্তান একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।