Can't found in the image content. ভারত সিরিজেও পেস বোলিং কোচের দায়িত্বে ডোনাল্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভারত সিরিজেও পেস বোলিং কোচের দায়িত্বে ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

ভারত সিরিজেও পেস বোলিং কোচের দায়িত্বে ডোনাল্ড
পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ।  বিশ্বকাপ মিশন শেষে দায়িত্ব শেষ হয় বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডেরও। আর সেজন্য ঘরের মাঠে কোহলিদের বিপক্ষে টাইগারদের বোলিং কোচ হিসেবে ডোনাল্ড থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল।

তবে, সকল সংশয় দূর করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ভারত সিরিজেও টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডোনাল্ড। 

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে নিজামউদ্দিন জানান, ভারতের বিপক্ষে হোম সিরিজের সময়ও বাংলাদেশের সাপোর্ট স্টাফের সঙ্গেই থাকবেন ডোনাল্ড। 

তিনি বলেন, তার চুক্তি একটি অভ্যন্তরীণ বিষয়, তবে ভারত সিরিজের সময় তিনি দলের সাথেই থাকবেন। 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে বোর্ড মিটিংয়ে বিদেশী কোচদের চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।